দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহে রবিবার( ১৯ নভেম্বর ) দুপুর ২ টায় দুর্গাবাড়ি রোড “নব দিগন্ত” ট্রাভেল এজেন্সির শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা মোঃ ইকরামুল হক টিটু ।
মসিক মেয়র বলেন, ‘একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীর পথ চলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস থাকা এবং সেই বিশ্বাসকে বাস্তবে রূপান্তর করার ক্ষমতা রাখা৷ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে চলা।’
তিনি আরও বলেন, ‘সততা এবং নৈতিকতা একজন উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সেই সততাকে কাজে লাগিয়ে সামনের পথ চলা। তোমাদের এই যাত্রা শুভ হোক।’
এসময় উপস্থিত ছিলেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন আরিফ, জয়ন্ত দাস, এত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য গৌতম রায় হৃদয়, জয়দেব পাল, তন্ময় দাস, রতন চন্দ্র সরকার, শুভ সরকার, নন্দ সাহা প্রমুখ।