দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি>> ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভালনারেবল গ্র“প ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় (ভিজিডি চক্র) ২০২১-২০২২ অর্থ বছরে বিভিন্ন গ্রামের ২৮২ জন সুবিধাভোগীর মাঝে ২০২১ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের চাল সরকারি খাদ্যগুদাম থেকে উত্তোলনের পরও বিতরণ না করার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। চালের দাবিতে রবিবার দুপুরে গৌরীপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন গৌরীপুর ইউনিয়নের ভিজিডির সুবিধাভোগী কার্ডদারী নারীরা।
দৌলতপুর গ্রামের সেলিনা আক্তার, কার্ড নং ২৭২, রাবিয়া আক্তার, কার্ড নং ২২৯, পারভীন আক্তার, কার্ড নং ১৪৯ ও রূপালী বেগম, কার্ড নং ১৩৬ সহ একাধিক সুবিধাভোগী জানান, প্রায় ৪ মাস চলে যাচ্ছে তারা চাল পাচ্ছেন না, সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চেয়ারম্যানের কাছে বার বার গিয়েও তারা কোন সুরাহা পাচ্ছেন না, তিনি স্পষ্ট বলে দিয়েছেন, চাল পরে বিতরণ করবেন।
এ বিষয়ে জানতে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ জানান, প্রতিমাসের প্রথম সপ্তাহে তিনি চালের ডিও চেয়ারম্যানদের দিয়ে দেন। গৌরীপুর ইউপিতেও নভেম্বর মাস পর্যন্ত ডিও দিয়ে দিয়েছেন।
গৌরীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির চাল উত্তোলন করে নিয়ে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের জন্য ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। ‘কেন তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ আনা হবে না’ এই মর্মে ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।