দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি (ময়মনসিংহ)>>
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণে অ নি য় মে র অভিযোগ উঠেছে। গত দু’মাসে ধরে দু’শতাধিক দু:স্থ মহিলা চাল না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।
জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের ২৩৩ জন দু:স্থ মহিলা ভিজিডি কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি হারে চাল পাওয়ার কথা। ২০ সেপ্টেম্বর রাতে ওই ইউনিয়ন পরিষদ থেকে পা চা র কা লে ৮৪ বস্তা চাল জব্ধ করেন সহকারী কমিশনার (ভূমি)। এরমধ্যে ২১টি বস্তা খোলা ছিলো। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পা চা র কা রী ইউপি সদস্য ফজলুল হক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক প্রেরিত প্রতিবেদনে জানা যায়, আগস্ট ২১ মাসে ২৩৩জন উপকার ভোগীর ৬.৯৯ মেট্রিক টন চাল খাদ্য গোদাম থেকে ১৮ আগস্ট উত্তোলন করা হয়। উত্তোলনকৃত চাল ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করার কথা কিন্তু চেয়ারম্যান হাবিবুর রহমান ট্যাগ অফিসারকে না জানিয়ে ইউপি সদস্যকে দিয়ে মাল বিতরণ করেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল উত্তোলন না করায় খাদ্য সংকটে পড়েছে দু:স্থ পরিবার গুলো।
কার্ডধারীরা অভিযোগ করে জানান, বর্তমানে কোনো কাজকর্ম নেই, দৈনিক আয়ের পথ বন্ধ থাকায় তারা খাদ্য সংকটে পড়েছে। কিন্তু তাদের নামে ভিজিডি’র চাল বরাদ্দ থাকলেও চেয়ারম্যানের অবহেলার কারণে তারা খাদ্য সংকট মুহূর্তে তা পাচ্ছে না।
উপজেলা খাদ্য সংরক্ষণ কর্মকর্তা জানায়, ভিজিডি চালের ডিও দেওয়া হয়েছে। চাল নেওয়ার জন্য চেয়ারম্যানদের জানানো হয়েছে। কিন্তু তারা চাল নিচ্ছে না।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, গত আগস্ট মাসের চাল বিতরণে জটিলতার সমাধান না হওয়ায় মাল উত্তোলন করা হচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, উপকারভোগীদের দ্রুততম সময়ের মধ্যে চাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।