দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে দলমত নির্বিশেষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উৎসব পালন করে মেঘনাবাসী।
নদীবেষ্টিত অনগ্রসর এই এলাকাটি দাউদকান্দি এবং হোমনা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে মেঘনা উপজেলা গঠিত হয়। উপজেলাটি প্রতিষ্ঠাকালে আওয়ামীলীগ নেতা শফিকুল আলম এবং সাইফুল্লাহ মিয়া রতন শিকদার নেতৃত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এর পর পরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত হাজার হাজার মানুষ।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন শিশির এবং এমরান হোসেন আকাশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, দিলারা শিরীন, মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার হাউদ এবং আব্দুল খালেক মাস্টার প্রমুখ।