মিঠাপুকুর সংবাদদাতা:
রংপুরের মিঠাপুকুর উপজেলার এরশাদমোড়ে অবস্থিত স্বপ্নসিড়ি মডেল স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উক্ত বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে আমির অধ্যাপক গোলাম রব্বানী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়।’
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা জামায়াতে আমির মোঃ আসাদুজ্জামান শিমুল, রানীপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মোবাশ্বের আহমেদ ও শফিকুল ইসলাম মিলন।
আলোচনা শেষে উক্ত প্রতিষ্ঠান থেকে ৩ জন জিপি এ -৫ অর্জনকারী ৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে উক্ত প্রতিষ্ঠানের সাবেক সিনিয়র শিক্ষক ও দিনাজপুর হলিল্যান্ড কলেজের প্রভাষক মোরসালিন আহসান এবং সহকারী শিক্ষক ফজলে রাব্বি।