আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় বালিজুড়ী বাজারে বাবা-মা মেডিসিন কর্ণারে নকল ওষুধ গুদামজাত ও বিক্রি করার দায়ে দোকান মালিক মো.জিল্লুর রহমানকে ভ্রাম্যমাণ আদালত এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আমিনুল ইসলাম ১৫ জুলাই ২০২০ খ্রি. বুধবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করেন। পরে ওষুধের দোকানটি সিলগালা করা হয়েছে। এ সময় জেলা ওষুধ প্রশাসন সহকারি পরিচালক ও উপজেলা ইউএইচও ডাঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ১৬ জুলাই বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।