
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন ও প্রতিরোধে মাস্ক ও সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আব্দুস সালাম ভূঁইয়া, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, কৃষকলীগ সভাপতি মোকবল হোসেন ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।