মো: আ: হামিদ , টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সাবেক ছাত্রনেতা মুন্জুরুল হাসান মুন্জুর ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সারা বিশ্বে করোনা ভাইরাসে COVID-19 এ আক্রান্ত বড় বড় শহর মৃত্যু নগরে পরিনত। অর্থের চাকা বন্ধ করে দিয়েছে অতি ক্ষুদ্রকণা মহামারী ভাইরাস। এই ঘন বসতিপূর্ণ সমগ্র বাংলাদেশেও বাদ যায়নি, দিন যাচ্ছে সময়ের সাথে রোগী এবং মৃত্যু বাড়ছে। সারা দেশে লকডাউন চলছে কর্মহীন মানুষ দিশেহারা, কাজ থাকা সত্ত্বেও কাজ করতে পারছে না। সেই হত দরিদ্রদের পাশে অল্প হলেও দুই শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে টাঙ্গাইলের মধুপুরে কুড়ালিয়া এলাকায় মধুপুর উপজেলা সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্জুরুল হাসান মুন্জু তার ব্যক্তিগত উদ্যোগে দুইশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।