আ: হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনিসুর রহমান আনিসকে কাউন্সিলর ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারী মধুপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ৯ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে হুমায়ুন কবীর ও আনিসুর রহমান মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু হুমায়ুন কবীর তার প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে এই ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় আনিসুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছে।