crimepatrol24
৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ভারি বর্ষণে রংপুর শহরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২১ ৮:২২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ভারি বৃষ্টিপাতের কারণে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের মধ্যে প্রায় সব ওয়ার্ডের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত পানিতে নাকাল নগরবাসী।

সোমবার (৪ অক্টোবর) স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মধ্যরাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই সাত ঘণ্টায় জেলায় ২২২ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরের অন্তত ৮ লাখ নাগরিক।

স্থানীয়রা বলছেন, সিটি করপোরেশনের উদ্যেগে যে পানি নিষ্কাশন ব্যবস্থা তা এক প্রকার দুর্বল হওয়ায় তাদেরকে জলাবদ্ধতার মতো সমস্যায় পড়তে হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মহানগরীর মাহিগঞ্জ, মেডিক্যাল পাকার মাথা, রাধাবল্লভ, কোতোয়ালী থানা রোড (মুলাটোল), শালবন, মিস্ত্রিপাড়া, জুম্মাপাড়া, মাস্টারপাড়া, কামারপাড়া, কামালকাছনা, গুঞ্জনমোড়, দর্শনা, জলকর, মুন্সিপাড়া, সেনপাড়া, লালবাগ, বাবাবুখা, বোতলা, খটখটিয়া, চিকলি, লক্ষণপাড়া, মডার্ণের বিভিন্ন এলাকাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এবং মহল্লার বাড়ি-দোকানপাটে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। সড়কগুলো পানিবন্দি থাকায় প্রধান প্রধান সড়ক এবং নগরীর সকল সড়কে যানবাহন সংকট এবং যারা যানবাহন নিয়ে বের হয়েছেন তাদের চলাচলও ব্যাহত হচ্ছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে হাবুডুবু খাচ্ছে বিভিন্ন পাড়া-মহল্লার ঘর-বাড়ি ও স্থাপনা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ক্ষতি হয়েছে অপূরনীয়। টানা ৭ ঘণ্টার ভারী বর্ষণে রংপুর মহানগরীসহ জেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে রেলপথ ডুবে গেছে। প্রধান সড়কের পাশের পাড়া-মহল্লার সব অলিগলি পানিতে ডুবে গেছে।

নগরীর সেনপাড়ার মজিদ দেওয়ান জানান, সকাল থেকে তিনি ঘরের বাইরে বের হতে পারছেন না। বাড়ির ভেতরেও পানি ঢুকে আছে। রান্না বন্ধ। নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের এক ভুক্তভোগী বাসিন্দা, মধ্যরাত থেকে বৃষ্টির কারণে সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই এই দুরবস্থা।

মাস্টারপাড়ার সেলিম হাসান জানান, তার বাড়িতে ঘর আছে মাত্র দুইটি। দু’টি ঘরই পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, ১৯৮৮ সালের বন্যার পর এবারই আমার বাড়িতে পানি উঠেছে। পরিবার-পরিজন নিয়ে কষ্টে পড়ে গেছি। রান্না বন্ধ। রাস্তায় পানি থাকায় ঘরের বাইরেও বের হতে পারছি না।

স্থানীয়দের অভিযোগ, রংপুর শহরের বুক চিরে যাওয়া ১৬ কিলোমিটারের শ্যামা সুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় ভারি বৃষ্টি হলে পানি উপচে লোকালয়ে প্রবেশ করে।

স্থানীয় রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রাতে ২২২ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে রংপুর নগরের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগামী তিনদিন গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মধ্যরাত থেকে ভারি বৃষ্টিপাতের কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দাবি করে তিনি বলেন, শহরের চারপাশে প্রচুর পানি থাকায় নগরের পানি বের হতে পারছে না। আশা করছি, অল্প সময়ের মধ্যে পানি নেমে যাবে।

লোকদের সাথে কথা বলতে গেলে তারা জানান, একটি দুর্যোগ অথচ আগে থেকে সিটি কর্পোরেশন অথবা আবহাওয়া অফিস কেউই কোন সতর্কবাণী বা পূর্বাভাস দেয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। রংপুর আবহাওয়া অফিসের এক পরিসংখ্যানে দেখা গেছে ওই বৃষ্টিপাতে রংপুরের শত বছরের বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। নগরীর ৩৩টি ওয়ার্ডের ৯০ ভাগ এলাকা পানিতে ডুবে জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ভোলা সদর হাসপাতালের রোগীরা

নাসিরনগরে পূর্ববিরোধের জেরে সংস্কৃতিকর্মী খুন ॥ আটক-১

ডোমারে বনবিভাগের স্বেচ্ছাচারিতায় নিজের জমিচাষ করতে পারছেনা দরিদ্র কৃষক

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৮ম দিনেও রাজপথে অবস্থান শিক্ষকদের!

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৮ম দিনেও রাজপথে অবস্থান শিক্ষকদের!

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু

ঝিনাইদহ র‌্যাব-৬’র হানায় হরিনাকুন্ডু থেকে চোর গ্রেফতার

সার্বিক উন্নয়নে সরকার যে পরিকল্পনা নিয়েছে, তাতে বাংলাদেশ আর কখনও পথ হারাবে না: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ১ লাখ ৬০ হাজার শিশু

সরিষাবাড়ীতে করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক পানি ছিটালেন পৌর মেয়র রোকন