
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সারা দেশব্যাপী আশা‘র ১২ কোটি টাকার খাদ্য সহায়তার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৩‘শ কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ ষ্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মেহেদী হাসান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার,আশার হবিগঞ্জ ডিভিশনাল ম্যানেজার মো: সাজিদুল ইসলাম চৌধুরী,আশার ডিস্ট্রিক ম্যানেজার গোলাম মোস্তুফাসহ রিজিওনাল ম্যানেজার,ব্রাঞ্চ ম্যানেজার ও লোন অফিসারগণ উপস্থিত ছিলেন। ত্রাণ সহায়তায় মধ্যে ছিল ১০ কেজি চাল,২ কেজি আলু,১ লিটার তেল,২ কেজি মসুর ডাল ও ১ কেজি লবণ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও পরিস্থিতি মোকাবেলার জন্য এই ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আশার ডিভিশনাল ম্যানেজার মো: সাজিদুল ইসলাম চৌধুরী। তিনি জানান,আশা হবিগঞ্জ অঞ্চলে ৪টি জেলার ২০ টি উপজেলায় ৮ হাজার ২০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট খাদ্য সহায়তার প্যাকেট হস্তান্তর করা হয়েছে।