
অনলাইন ডেস্ক >>
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়িতে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী এর সভাপতিত্বে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( কাপ্তাই সার্কেল) মোঃ জুনায়েত কাউছার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্য ও ডাঃ নীশেত চাকমা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন, পার্বত্য এলাকায় জনসাধারণের কাছে পুলিশী সেবা পৌঁছে দিতে রাঙ্গামাটি জেলা পুলিশ বদ্ধ পরিকর। সনাতনী ধ্যাণ-ধারণা থেকে বের হয়ে আধুনিক জনবান্ধব পুলিশিং সেবা জনসাধারণের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু। দ্রুত পুলিশিং সেবা পেতে পুলিশকে সবসময় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি ।এসময় পুলিশী সেবা সহজতর করতে উপস্থিত সকলের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়।
সভায় অন্যদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক শ্রেণী, ধর্মীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।