জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ
বিএনপি নেতার জানাযার নামাজে অংশগ্রহণ করেছেন কুমিল্লা-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল হাশেম খান।
আজ বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২ খ্রি. ৩ টায়. কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকলেছুর রহমান লিলমিয়া এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে কুমিল্লা-৫ আসনের সাংসদ অ্যাভোকেট আবুল হাশেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন। বুড়িচং উপজেলা বিএনপি’র সভাপতি মোকলেছুর রহমান লিলমিয়া গত রাত ২ টায় ইন্তেকাল করেন। ব্যক্তি হিসেবে সবার কাছে তার গ্রহণযোগ্যতা থাকায় তার জানাজার নামাজে আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনির সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।