মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই দল এখন রাজনৈতিক আইসোলেশনে আছে, তাই এরা সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব চিরাচরিতভাবে সরকারের বিরুদ্ধে মানুষদের মিথ্যে বলে আসছেন। মানুষ এখন আর বোকা নেই যে যা খেতে বলবে তাই খাবে।
তিনি বিএনপি মহাসচিব করোনা নিয়ে সরকারের বিপক্ষে যে বক্তব্য দিছেন, একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায় উল্লেখ করে বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপহীন। অথচ বিশ্বের বিভিন্ন দেশ যখন মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা, অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যপী প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।