মো: বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার বারহাট্রা থানায় আজ বিকালে বারহাট্টা থানা প্রাঙ্গণে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান মিজান।
ওসি মিজানুর রহমান ক্রাইম পেট্রোল ২৪.কম কে জানান,বাংলাদেশপুলিশের মহাপরিদর্শক(আইজিপি),
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি স্যারের নির্দেশনা মোতাবেক ও নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী স্যারের নির্দেশক্রমে বারহাট্টা থানা-পুলিশ কর্তৃক ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম শুরু করলাম। বিট পুলিশিং কী বা এর কার্যক্রম কী জানতে চাইলে ওসি মিজানুর রহমান বলেন, বিট পুলিশিং এটাও একটি ইউনিয়ন ভিত্তিক সেবা। ইউনিয়ন পরিষদে একটা রুম নিয়ে আমার থানার এস.আই বা এ.এস.আই থাকবে ছোটখাটো কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটেই থাকে, আর সেই সব ঘটনা নিস্পপত্তির জন্য চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে কাজ করার জন্য বিট পুলিশিং কার্যক্রম। তিনি আরো জানান,দূরদূরান্ত থেকে আসা মানুষজন থানায় আসা লাগবে না । বিট পুলিশিং ইউনিয়ন ভিত্তিক কাজ করবে এবং ছোটখাটো ঘটনার নিস্পত্তি করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।