ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় এবং ডিআইজি মো. মোজ্জাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট২০২৪ খ্রি.) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষর রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণ পদ রায় পুলিশ সদর দপ্তরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দু’জনের চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হলো। সরকারি চাকরিতে কারও মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পরই তাদের অবসরে পাঠানো নিয়ম রয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক