
মোঃ মেহেদী হাসান ফারুক, টাংগাইল প্রতিনিধি : বাংলাদেশে ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন গোপালপুরের শহিদুল ইসলাম লালু। তিনি মাত্র ১২ বছর বয়সে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখে বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। জেলার দেলদুয়ার উপজেলার আব্দুল খালেক, আব্দুল মজিদ, মজিবর রহমান নামে তিন মুক্তিযোদ্ধা। যাদের একটি আলোচিত ছবি আজ দেশের ঘরে ঘরে। জেলার বাসাইলে রয়েছে নুরে আলম তালুকদার রবি। প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণে তার রয়েছে আলোচিত আরেকটি ছবি। তারা পাঁচ জনই বঙ্গবন্ধুর দেওয়া ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।