সৈয়দ মেরাজ উদ্দিন আহমেদ:
বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের ট্যাংকি বিস্ফোরণের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন৷
আজ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোঃ ইমরান মিয়া (৩২), মোঃ সাঈদ ইসলাম (৩৮), মোঃ রুবেল হোসেন (৩১) ও মোঃ মনিরুল ইসলাম (২৮) যাদের সকলের বাড়ি নীলফামারী সৈয়দপুরের অফিসার্স কলোনীতে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে নিহত চারজনের এই নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা যায়, শেরপুরের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামতের সময় ওয়েল্ডিং এর আগুনের ফুলকি তেলের ট্যাংকির ভিতরে প্রবেশ করলে তাৎক্ষণিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ট্যাংকিটির ওপরে চারজন ও নিচে ৩ জন কাজ করছিলেন বলে জানা যায়।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’