কামরুল হক চৌধুরী:>> শুক্রবার সকাল ঠিক ১০:২৩ মিনিটে যখন সাত্তার সাহেবের কফিন নিয়ে গাড়ীটি হাসানপুর কলেজ মাঠে প্রবেশ করে তখন বহু মানুষের চোখ বেয়ে পানি পড়তে থাকে কান্নার শব্দও কানে আসতে থাকে। ছুটোছুটি করতে থাকে প্রিয় নেতার মুখটি শেষ বারের মতো দেখার জন্য। সেই প্রিয় মানুষটি হচ্ছেন- কুমিল্লা জেলার বৃহত্তর দাউদকান্দির গণমানুষের নেতা, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি দানবীর হাসান জামিল সাত্তার । করোনায় আক্রান্ত হয়ে গতকাল সকালে তিনি ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০(সত্তর) বছর। এই করোনাকালে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজ শুক্রবার হাসানপুর সরকারি কলেজ মাঠে তার জানাযা সম্পন্ন হয়েছে। জানাযাপূর্ব বক্তব্য রাখেন- হামদর্দ বিশ্ব বিদ্যালয়ের ভিসি ড. আবদুল মান্নান জয়, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার, শিল্পপতি বশিরুল আলম মিয়াজি, আব্দুল আউয়াল মাস্টার, মহিউদ্দিন শিকদার, বিএনপি নেতা কে.এম.আই খলিল, জাতীয় পার্টির নেতা আব্দুল মাখন সরকার এবং তিতাসের কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মহসিন ভূইয়া প্রমুখ। মরহুমের একমাত্র পূত্র কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ব্যারিস্টার নাঈম হাসান সকলের নিকট তাঁর পিতার জন্য ক্ষমা প্রার্থনা এবং দোয়া কামনা করেন।পরে মরহুমের লাশ তাঁর পিতা দানবীর আবদুস সামাদের সমাধি পাশে দাফন করা হয়।।