আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ওসি তদন্ত আসম আতিকুর রহমান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মুনতাসির মামুন মিয়া। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ হল-নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ,কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি,সবার জন্য বিদ্যুৎ,পরিবেশ সুরক্ষা,বিনিয়োগ বিকাশ, শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক ও ডিজিটাল বাংলাদেশ।
কর্মশালায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ আমাদের জীবন,সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করছে। এসব উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলেই দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। তাই এসব কার্যক্রম যথাযথভাবে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশকে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ হিসেবে বির্নিমাণে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে একযোগে কাজ করার আহবান জানান।
কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক,ইমামরসহ ৫০ জন অংশগ্রহন করেন।