
পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় “উপজেলা দিবস উদযাপন-২০২৫ ও সম্মাননা স্মারক প্রদান” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় পুঠিয়া সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে শতফুল বাংলাদেশ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায়।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষের ওপর নজরদারি ও মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ বছর “শ্রেষ্ঠ সাংবাদিক” হিসেবে দৈনিক ক্রাইম পেট্রোল পত্রিকার পুঠিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পান, মৎস্যচাষে ধাদাস এলাকার মোঃ মিলন, হস্তশিল্প ও পশু পালনে বেলপুকুর আগলা গ্রামের মোসাঃ সোহানা খাতুন, আদর্শ পিতা হিসেবে ক্ষুদ্র জামিরার ওমর ফারুক এবং দক্ষিণ জামিরার রেজাউর রহমান, শ্রেষ্ঠ সন্তান হিসেবর বড় ধাদাসের রাজু আহম্মেদ, পথপ্রদর্শক হিসেবে জিউপাড়ার তাসনিয় নোশিন নিশাত এবং শিলসাড়িয়ার মিঠন, সামাজিক অবদানে বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মোঃ মুক্তার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, মোঃ শাহ্জাহান আলী (শাখা ব্যবস্থাপক) ও মামুনআর রমিদ।
অনুষ্ঠানটি শতফুল বাংলাদেশের উপজেলা কর্মসূচির সমন্বয়কারী মোঃ আমিনুল হকের সার্বিক পরিচালনায় এবং সহকারী সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং গঠনমূলক কাজের প্রতি উৎসাহ যোগায়।

















