
জেলা প্রতিনিধি, পাবনা >>
পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে একটি আবাসিক হোটেল হতে তানভির রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের ইপিজেডের সামনে ‘পাকশী হোটেল’ এর ৪০৪ নম্বর কক্ষ হতে লাশটি উদ্ধার করা হয়। তিনি ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
তানভির ঢাকার পশ্চিম রামপুরা এলাকার ১৯ নম্বর বাড়ির মৃত রায়হানুল হকের ছেলে। তবে রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা সাগরপাড়াতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ জানান, গত ২২ জুলাই রাতে তানভীর রায়হান পাকশীতে এসে ওই হোটেলটিতে উঠেন।আজ শুক্রবার হোটেলের বয় রুম পরিষ্কার করার জন্য ওই কক্ষের সামনে গেলে তা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। বেশ কিছুসময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের এক পাশে বসা অবস্থায় তানভীরের মরদেহ দেখতে পায়।
এ ব্যাপারে তানভীরের মামা ওমর কবির জানান, দীর্ঘদিন ধরে হার্টের রক্তনালিতে ব্লক জনিত সমস্যাসহ নানা রোগে তানভির ভুগছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।