
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম উপজেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র কুরআন ঘোষিত শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান। কিন্তু এবারের রমজান মাস টি বাংলাদেশ তথা সারা বিশ্ববাসী মুসলমানদের কাছে একটু ব্যতিক্রম, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ ঘরবন্দি থেকে মুসলমানরা বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগী এবং সরকারের সকল নির্দেশনা পালন করে আসছেন। সকল দুঃখ কষ্ট ভুলে এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর পালন করায় সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশির জোয়ার। ঈদ মানেই সহমর্মিমতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন। এই আনন্দ ও উৎসব পঞ্চগড় বাসীসহ বাংলাদেশের সকল মুসলমানদের জীবনে খুশির বন্যা নিয়ে আসুক, ভুলিয়ে দিক সব বিভেদ সেই প্রত্যাশায় সকলের প্রতি রইলো ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।