আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ২২ জনকে ৩৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন এর নির্দেশনায় রবিবার(১৯ এপ্রিল) তেঁতুলিয়া উপজেলায় শালবাহান, তীরনই হাট, সামাজিক দূরত্ব বজায় না রাখা, অননুমোদিত দোকান খোলা রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন। তিনি ৫ জনকে ২ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন।
আটোয়ারী উপজেলায় পল্লী বিদ্যুৎ মোড়, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠ মোড়, রেল ঘুন্টি বাজার, ফকিরগঞ্জ বাজারে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি করা,অননুমোদিত দোকান খোলা রাখা,ব্যাটারীচালিত ইজিবাইক রাস্তায় বের করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন। তিনি ১৫ জনকে ১ হাজার৩শ’ টাকা জরিমানা করেন।
পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর নির্দেশ অমান্য করে বালু পরিবহণ করার দায়ে একজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা ও দন্ডবিধি ১৮৬০ এর আদেশ অমান্য করায় দায়ে একজন ব্যক্তিকে ১ হাজার টাকাসহ সর্বমোট ৩৪ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে। অভিযান পরিচালনা করার সময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।