
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ে মরণঘাতী করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ঈদ উপহার নিয়ে ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। করোনা বিপর্যয়ের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে এর আগেও বিভিন্ন সময় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তিনি।
শনিবার (২৩ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা চাকলাহাট ইউনিয়নের হাজী অজিউল্লাহ গয়পানি দাখিল মাদ্রাসা মাঠে অসহায়, দুস্থ ও কর্মহীন ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ প্রমুখ।