
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়েও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযোগে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার দ্বারিকামারী-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভর্তি জরিপ অনুযায়ী এ বছর প্রাথমিক পর্যায়ে এক লক্ষ ৬০ হাজার ১৯৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ৭ লক্ষ ১৯ হাজার ৫০৯ টি নতুন বই বিতরণ করা হবে। এদিকে একই সময়ে জেলার ৩৮৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন স্ব-স্ব বিদ্যালয়ের প্রধানরা।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১ লক্ষ ২৭ হাজার ৫৫১ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৩৫ হাজার ৬২৬ খানা নতুন বই বিতরণ করা হবে।