
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে নুপুর (৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর)বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নের পুর্ব জয়ধর ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুুুপুর ওই এলাকার নাজিরুলের মেয়ে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশু কন্যা নুপুর বিকেলে বাড়িতে খেলা করছিল।এসময় পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পানিতে পড়ে যায়।পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে নুপুরকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে।স্থানীয় ও পরিববারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চাকলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন পানিতে ডুবে নুপুর নামের এক শিশুর কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।