
আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফলাফলের ভিত্তিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুন। তাঁর প্রাপ্ত ভোট ১২০৫৬ । জাকিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তৌহিদুল ইসলাম পেয়েছেন ৯৪৭৫ ভোট। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
১৫ কেন্দ্রের সবগুলোরই মেয়র ও কাউন্সিলর পদের ভোটের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, সারাদিনে মোট ৬৩ শতাংশ ভোট পড়েছে।
জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়।
সোমবার(২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পঞ্চগড় পৌরসভা নির্বাচনে সংশ্লিষ্ট পদগুলোতে এই ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল চারটা পর্যন্ত।