
আল মাসুদ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে নতুন করে রাকিব (২১) নামের এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হয়েছে তিন জন। এদের মধ্যে দুজনের বাড়িই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়।আর নতুন আক্রান্ত ওই যুবকের বাড়ি বোদা উপজেলার সাঁকোয়া ইউনিয়নের নতুনবস্তি গ্রামে। সে ওই এলাকার সামছুল হকের ছেলে।
জানা গেছে, রাকিব ময়মনসিংহে এক ইট ভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল ময়মনসিংহ থেকে বাসায় ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, ওই রোগীর মাঝে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তার রক্তের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে গত ১৭ এপ্রিল জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রথম ঢাকা ফেরত একজন নারীর শরীরে করোনা শনাক্ত হয়।