
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় মাসুমা বেগম (২৪) নামের এক গৃহবধূ এবং আটোয়ারী উপজেলায় রুনা আক্তার (১৩) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামের আনিছুর রহমানের স্ত্রী মাসুমা এবং আটোয়ারী উপজেলার পূর্ব কাটালি এলাকার জাহেরুল ইসলামের মেয়ে রুনা।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাসমহল গ্রামে মাসুমা নামে ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মাসুমার স্বামী বাড়িতে না থাকায় সকালে অনেক বেলা হলেও তার কোন সাড়া না পেয়ে তার শাশুড়ি তাকে ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে আটোয়ারীর পূর্ব কাটালি এলাকায় রুনা আক্তার পড়তে না বসায় তার মা তাকে বকা ঝকা দেয়। এতে করে সে তার মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর গভীররাতে তাকে তাদের বাড়ির পিছনে একটি আমগাছে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে চিৎকার শুরু করে স্বজনেরা। এতে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে নিহত রুনাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
পঞ্চগড়ের সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।