
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় মোছাঃ হেনা বেগম (২৫)নামের এক গৃহবধূ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।নিহত গৃহবধূ মহন ঝার এলাকার মো. ইমরান আলীর স্ত্রী।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মহন ঝার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে একই উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকার হাফিজ আলীর মেয়ে হেনা ।পারিবারিকভাবে তাদের বিয়ে হয় ইমরানের সাথে। সুখেই চলছিলো তাদের সংসার জীবন ।
হঠাৎ করে শুক্রবার সন্ধায় সবার অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে হেনা। পরে তার স্বামী ইমরান এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।