আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এর পঞ্চগড়ে আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিকলীগ পঞ্চগড় জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ট্রেন যোগে মাহমুদা বেগম পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আসলে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিকলীগের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি শাহীন রেজা মিঞা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, সদর উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।