
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১০৮ জন কুলি- শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিকদের মাঝে চাল, আটা, আলু, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক। কাজী আল তারেক নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন প্রমুখ।