
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।সকল ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বুধবার ( ২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদসদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো: আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান। অন্যান্যদের মধ্যে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান ও রাধানগর ইউপি চেয়ারম্যান মো: আবু জাহেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।