
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ১১টি মামলার আসামী ডাকাত সুলতান রুবেলকে (৪২) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা শহরের সিএন্ডবি মোড় এলাকার আ.লীগ নেতা সালাহ উদ্দিনের আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।সুলতান রুবেল বোদা উপজেলার মাড়েয়া বেতবাড়ি গ্রামের ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ আরও জানায়, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তার বিরুদ্ধে ৭টি ডাকাতি ও ৪টি চুরির মামলা রয়েছে। তাকে অনেকদিন ধরে খুঁজছিল পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ ডাকাত সুলতানকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।