আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দিনটি পালনের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সীমিত পরিসরে পঞ্চগড়ে পালিত হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
সোমবার (৬ জুলাই) দুপুরে জেলা যুব মহিলা লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীটি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট,যুব মহিলালীগের সভাপতি নিলুফার ইয়াসমিন,যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন,জেলা পরিষদ সদস্য ও পরস্পর সংস্থার নির্বাহী পরিচালক আক্তারুন নাহার শাকী, যুব মহিলালীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ারা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা পারভিনসহ নেতা -কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়া ও মোনাজাত করা হয়।