আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বর্ষা কালের শুরু থেকেই ছাতার কারিগর মোঃ রবিউল ইসলাম ব্যস্ত সময় পার করছেন।
শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা গেছে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বাজারের পূর্ব মসজিদ রোডের মেসার্স মনি- মুক্তা ট্রেডার্স এর পাশে ছাতার কারিগর রবিউলের বৃষ্টির সাথে সাথে ছাতা ঠিক করার ব্যস্ততা বাড়ছে ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ঘুরে ঘুরে ছাতা মেরামত করছেন তিনি।
ছাতা কারিগর মোঃ রবিউল ইসলাম ( বাচ্চা) পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শিংনাথ পাড়া গ্রামের মৃত মোঃ রমজান আলী ছেলে।
তিনি জানান, প্রায় ২৫ বছর ধরে তিনি এ পোশায় জড়িত আছেন। বছরের তিন মাস এ পোশায় থাকলেও বাকি তিন মাস আইসক্রিম বিক্রি করে এবং ছয় মাস ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন ছাতা মেরামত করে ৪শ’ থেকে ৫ শ’ টাকা আয় করেন তিনি। আবার কোন কোন দিন রোজগার হয়না বলেও তিনি জানান।
ছাতা মেরামত করতে আসা উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামের মোঃ নশরত আলী জানান, একটি ছাতা ঠিক করলে এবং যত্ন সহকারে রাখলে এক বছর ও যায়। তাই বর্ষা শুরু হওয়া থেকে আজ পর্যন্ত পরিবারের জন্য পুরাতন ছাতা তিনটি মেরামত করেছি। আশা করি, এ বছর ছাতা কিনার আর প্রয়োজন হবে না।