মো:বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে সন্দু মিয়া(৬০)নামে এক রোগীর মৃত্যু হয়েছে । স্বজনরা লাশ রেখে পালিয়ে যায়। এখনো লাশ মদন হাসপাতালের ১৪নং সিটে পড়ে রয়েছে। নিহত সন্দু মিয়ার বাড়ি আটপাড়া উপজেলা সুখারী ইউনিয়নের দেবীদ্বার গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত সন্দু মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন অবস্থার অবনতি হলে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার জন্য বলেন। কিন্থু টাকার অভাবে নেওয়া সম্ভব না হওয়ায় রাত আনুমানিক ১২দিকে মারা যায়। নিহতের সৎ মা বেগম আক্তার বলেন, কয়েকদিন যাবত জ্বর ও পাতলা পায়খানা হলে আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় মদন হাসপাতালে নিয়ে আসি। এ ব্যাপারে মদন উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:সজিব সাইফুল্লাহ জানান, নিহতের শ্বাসকস্ট হওয়াতে রাতেই ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করি। কিন্থু নিহতের লোকজন না নেওয়ায় রাত ১২টার দিকে মারা যায় এবং রোগীর স্বজনরা লাশ রেখেই চলে যায়।