
মোঃ বাবুল নেত্রকোনা থেকে: আজ শনিবার নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর ও বাঁশরি গ্রামের মধ্যে চুরির মামলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ঈদুল-আজহার দিন বাঁশরি বাজার ট্রলার থেকে কেন্দুয়া উপজেলার তাম্বুলিপাড়া পার্কে যাত্রী নেওয়াকে কেন্দ্র করে ট্রলারচালক বাঁশরি গ্রামের নুরুল ইসলাম ও নায়েকপুর গ্রামের ট্রলারচালক জাসদের সঙ্গে তর্ক- বিতর্কের এক পর্যায়ে হাতা-হাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে পুঁজি করে গত রবিবার নায়েকপুর গ্রামের সবুজ ব্যাপারী বাদী হয়ে বাঁশরি গ্রামের বয়স্ক হাজি জালাল উদ্দিনকে প্রধান আসামী করে মোট ২৫ জনের নামে চুরির মামলা দায়ের করেন। এরই জেরে আজ শনিবার দুপুরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৫ ঘন্টাব্যাপি সংঘর্ষ,ধাওয়া -পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়। মদন থানা-পুলিশ খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৩ ঘন্টা পর পুলিশের নিয়ন্ত্রণে আসে। আহতের মধ্যে মদন হাসপাতালে ১০ জন এবং শরীফ নামে আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অলিজা।বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল খালিয়াজুরী) মো. জামাল উদ্দিন জানান, একজন বয়স্ক হাজি ব্যক্তিকে চুরির মামলার আসামী করায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।