
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলা সদরের জেনারেল হাসপাতালে ধানকাটা শ্রমিকদের শারীরিক পরীক্ষার পর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহনযোগে প্রেরণ অব্যাহত রেখেছে জেলা পুলিশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নীলফামারী পুলিশের সহায়তায় পাঁচ ধাপে এক হাজার ৪৪৩জন শ্রমিক প্রেরণ করা হয়েছে।রবিবার(২৬ এপ্রিল) জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিক প্রেরণ করা হয়েছে ৫১৫ জন। এর আগে চার দফায় ১৭৭ জন, ১৪২ জন, ২৫০ জন ও ৩৫৯ জন শ্রমিক প্রেরণ করা হয়।পুর্বে পাঠানো ধানকাটা শ্রমিকদের বাস ও মাইক্রোবাসযোগে পুলিশের সহায়তায় ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল,নাটোর, কুমিল্লা, নওগাঁ, শরিয়তপুর, ফরিদপুর, গাইবান্ধা, জেলায় প্রেরণ করা হয়েছে।তারা সকলে নিরাপদে ধানকাটা শুরু করেছেন।
সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার বর্ম্মন জানান, যে সকল শ্রমিককে নীলফামারী থেকে দেশের বিভিন্নস্থানে ধান কাটার জন্য প্রেরণ করা হচ্ছে তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষে শারীরিক পরীক্ষাসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে অনুমতি ্প্রদান করা হচ্ছে।
এ সময়ে প্রতিজন শ্রমিককে এ জন্য নিয়মিত মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান দেয়া হয়েছে।