
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে ‘প্রতিবন্ধী, নারী ও প্রান্তিক চাষীদের কৃষিতে অধিকার ও অভিগম্যতা সৃষ্টিতে রাজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর)দুপুরে নীলফামারী টিএলএমআইবি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী ওই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদ।
নীলফামারী সদরের পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমিউনিটি প্রকল্পের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, ইএস-সিসি প্রকল্প কর্মকর্তা সব্যসাচী সিনহা, আইসিসিও কো-অপারেশন এর বিশেষজ্ঞ কৃষিবিদ মনিরুজ্জামান মুকুল, ইএস-সিসি প্রকল্পের কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার কোষাধ্যক্ষ নাজমুল আলম মিঠু, কুষ্ঠু ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিমলা উপজেলার সভাপতি রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সমন্বিত কৃষক ফোরাম নীলফামারীর শাখার সদস্য নাসরিন জাহান প্রমুখ। কুষ্ঠু ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও আসিসিও কো-অপারেশনের সহযোগিতায় দিনব্যাপী ্এই কর্মশালার আয়োজন করেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইএসসিসি প্রকল্প।
কর্মশালায় কুষ্ঠু ও প্রতিবন্দ্বী প্রান্তিক কৃষক-কৃষাণি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ ৪০জন অংশ গ্রহণ করেন।