আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“প্রকৃতিই জীবন, সুন্দর জীবনের জন্য শিল্পী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আর্ন্তজাতিক চারুকলা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন, চারুকলা উৎসব ২০২০, নীলফামারী। চারুকলা উৎসব ২০২০ এর আহবায়ক অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কিউরেটর হারুন অর রশীদ টুটুল, সংস্কৃতিক কর্মী আহসান রহিম মঞ্জিল, কো কিউরেটর দিনার সুলতানা পুতুল, সাবেক বিটিভির আর্টিস জিএম কাদের, সদস্য সচিব ওয়াদুত রহমান, মোহাম্মদ সেলিম প্রমুখ। শিল্পকলা চর্চার মাধ্যমে রুচিশীল সংস্কৃতিমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং কয়েক প্রজন্মের শিল্পীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার উদেশ্য নিয়ে প্রতি বছর দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত হয়ে আসছে চারুকলা উৎসব। তারই ধারাবাহিকতায় এবার নীলফামারীতে আয়োজন করা যাচ্ছে এই উৎসব। উৎসবে বাংলাদেশের বরেণ্য ও তরুন শিল্পীবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট, ফিলিপাইন, রুমানিয়া, মিয়রমার, নেপাল, জার্মানি ও ভারতসহ পৃথীবির বিভিন্ন দেশের ১২জন সুনাম ধন্য শিল্পী এতে অংশগ্রহণ করবেন। তাদের সান্নিধ্য ও সহযোগিতায় নীলফামারীর বিভিন্ন স্কুলের ২শতাধিক শিক্ষার্থী টানা ৪দিন শিল্পকর্ম নির্মাণের সুযোগ পাবে। উৎসবে অন্তর্ভুক্ত থাকছে আন্তর্জাতিক আর্টক্যাম্প, কনটেম্পোরারি আর্ট প্রজেক্ট, শিল্পকর্ম, প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, চারুশিল্প মেলা ও লোক সংস্কৃতির বৈচিত্র্যময় উপস্থাপনা। আগামী ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি নীল সাগরে এ আয়োজন চলবে। সর্বিক ব্যবস্থাপনায় ভিশন-২০০১, নীলফামারী।