জামালপুর জেলার সরিষাবাড়ী থেকে বুদ্ধি প্রতিবন্ধী একটি মেয়ে নিখোঁজ হয়েছে l মেয়েটির নাম মোছাঃ রাজিয়া খাতুন ঝিনুক(২৪) তার পিতা- মোঃ আক্কেল আলী, মাতা- মোছাঃ রওশনারা বেগম । মেয়েটির গ্রামঃ বিলবালিয়া, ডাকঘরঃ শিবপুর, উপজেলাঃ সরিষাবাড়ি, জেলাঃ জামালপুর। মেয়েটি গত সোমবার ৬ জানুয়ারি ২০২০ সন্ধ্যা ৫ টা’র সময় তার নিজ বাড়ি বিলবালিয়া গ্রাম থেকে নিখোঁজ হয়েছে। মেয়েটির গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, স্বাভাবিক, উচ্চতা অনুমান ৫ ফুট, চুল কালো ও স্বাভাবিক। তার পরনে ছিল সালোয়ার কামিজ। ৭ জানুয়ারি জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৩৭৩ । যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ পূর্বক 01308614502 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।