নাসিরনগর সংবাদদাতা>>
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা সদরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ার চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে শামসুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা। স্বাাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার। সভায় সমবায় দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন,ইউপি সদস্য ও সমবায়ী নগেন্দ্র চন্দ্র দাস,ধীবর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস,সমবায়ী সুরুজ আলী,রাখেশ দাস প্রমুখ।