
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে আরফাজ মিয়া(৪৫) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার ভোরে নাসিরনগর-সরাইল সড়কের কুন্ডা সিএনবি পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী চালক ও হেলপারসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সোমবার ভোরে কাহেতুরা থেকে একটি সিএনজি সরাইল যাওয়ার পথে ট্রাক্টরের সাথে উপজেলার কুন্ডা সিএনবি পাড়ায় মুখোমুখি সংর্ঘষে সিএনজি চালক আরফাজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় সানু মিয়া নামে একজন আহত হয় । নিহত আরফাজ কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহত সিএনজি চালক আরফাজের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক্টর চালকসহ তিনজনকে আটক হয়েছে।
আকতার হোসেন ভুইয়া
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
২৪ আগষ্ট‘ ২০২০