আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ফান্দাউক শ্রী শ্রী পাগল শংকর মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তরা জড়ো হয়ে পূন্য লাভের আশায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত করে রথটানে অংশ নেন। রথযাত্রাটি ফান্দাউকের প্রধান সড়ক ও বলভদ্র ব্রীজ প্রদক্ষিণ শেষে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গোপাল জিউ মন্দির চত্বরে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম । রথযাত্রা উপলক্ষে পাগল শংকর জিউ মন্দিরে পূজাঅর্চনা,গীতাপাঠ,ধর্মীয় রামায়ণ,কীর্তনগান,প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজনে করা হয়। রথটানের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফান্দাউক পাগল শংকর মন্দিরের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।
তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। আর এই চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন এই নাসিরনগর উপজেলা। এখানে সকল ধর্মের মানুষের সহাবস্থান ও পারস্পারিক হৃদ্যতার সর্ম্পক যুগ যুগ ধরে চলছে এবং চলবে।’
প্রভাষক রাজিব আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহম্মেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনর্চাজ হাবিবুল্লাহ সরকার,জেলা পরিষদ সদস্য শামসুল কিবরিয়া হাকিম রেজা ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন । সভায় স্বাগত বক্তব্য রাখেন পাগল শংকর জিউ মন্দিরে অধ্যক্ষ সুখদা বলরাম দাস। এসময় ভক্তবৃন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
উল্লেখ্য,প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে থাকে।