
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “শিক্ষা হোক পথশিশুদের অধিকার,পথ নামটি মুছে দেব এই আমাদের অঙ্গীকার-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার দুপুরে নাসিরনগর উপজেলার হাওর বেষ্টিত গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবী গ্রামে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ এর সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল “অদম্য স্কুল-১২ এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল।ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে অদম্য স্কুল -১২ উদ্বোধন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি প্রিন্স বোরহান উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান মহব্বত,হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ নাজিমুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নোবেল ভূঁইয়া,জেলা শাখার সদস্য তন্ময় আহমেদ,সিরাজুল ইসলাম,সুমাইয়া রাত্রি,নুসরাত চৌধুরী,আব্দুল আলীসহ সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার সংরক্ষণে অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব বজায় রাখার আহবান জানান।