আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী দুর্নীতি দমন কমিশনের(দুদক) আর্থিক সহযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় বির্তক উৎসব অনুষ্ঠিত হয়। বির্তকের বিষয় ছিল “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য”। নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বির্তক উৎসব প্রতিযোগিতায় যষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীর ২৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এসময় সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা খাদ্য কর্মকর্তা রাসেল আহেমদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলমগীর মিয়া,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মো. আবদুর রহিম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়াসহ সরকারি কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।