
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি আদেশ অমান্য করে দলবদ্ধ হয়ে অবস্থান ও ঘুরাফেরা করায় ১৩ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার ফান্দাউক ও ভলাকুটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি ) তাহমিনা আক্তার ।
এ ব্যাপারে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৮৬ ধারায় ও দন্ডবিধির ২৬৯ লঙ্ঘনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।