
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল আমিন ভুূঁইয়া। শীতবস্ত্র বিতরণের পূর্বে ছাত্র কল্যাণ সংঘের সভাপতি মো. আবদুল্লাহ আল বুখারীর সভাপতিতে সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজ কুমার দেবনাথ,সহকারী শিক্ষক আবদুল আহাদ খাঁন,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ইউপি সদস্য জজ মিয়া ও আবদুল কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংঘের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ,সহ সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।এসময় সাবেক ছাত্র কল্যাণ সংঘের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।